
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ড্রেনের পাইপে পড়ে ফাইম বাবু (৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশুটি ওই এলাকার সোহেল রানার ছেলে। অঝোর বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খেলা করার সময় পা পিছলে ড্রেনের পাইপে পড়ে যায় ফাইম।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
সর্বশেষ খবর