
বাগেরহাটের শরণখোলায় বিএম পরিবহন নামক গাড়ির চাপায় পথচারী এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ ই জুলাই বিকেল ৪:৫০ এর দিকে রায়েন্দা রাজৈর বাস স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ঢাল এলাকায়।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, বাগেরহাট থেকে লোকাল পরিবহনের গাড়িতে অজ্ঞাত মহিলা (৫০) রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ডে নামে। সেখান থেকে রায়েন্দা বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা শরণখোলা থেকে ঢাকাগামী বিএম লাইন পরিবহন একটি গাড়ি ওই মহিলাকে চাপা দিয়ে ড্রাইভার গাড়িটি নিয়ে দ্রুত মোড়লগঞ্জের উদ্দেশ্যে চলে যায়। এতে ঘটনাস্থলে ঐ নারী মৃত্যুবরণ করে। পরে, খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ও শরণখোলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মহিলার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন ঘটনা শুনে বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর