
সাভার মডেল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জীবন রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
আজ বুধবার সকালে সাভার মডেল থানার এএসআই আব্দুস সাত্তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার বাজার রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জীবন রহমান সাভার উত্তরপাড়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সাভার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সাভার মডেল থানার এএসআই আব্দুস সাত্তার জানান, জীবন রহমানের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ তাকে আদালতে পাঠানো হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর