নাটোরের বাগাতিপাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার জামনগর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, শফিকুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা চালিয়ে আসছিলেন। এই অভিযানের ফলে এলাকার মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সর্বশেষ খবর