
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে মানিকগঞ্জে ২১ জন অসচ্ছল সংস্কৃতিসেবীর মাঝে কল্যাণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। জেলা কালচারাল অফিসার মোখলেসা হিলালী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার বাছাইকৃত ২১ জন অসচ্ছল সংস্কৃতিসেবীর হাতে কল্যাণ ভাতার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আর্থিক সহায়তা গ্রহণ করেন মিজানুর রহমান (রতন), গোলাম ছামদানী (গিনি আলম), মালতী রানী সরকার, আবূবকর কাজী, কাউসার হোসেন, মো. রফিক বাদ্যকর, বাবুল আকতার, মোহাম্মদ রেজাউল করিম, গৌর চন্দ্র সরকার, অমর চন্দ্র সরকার, ছায়ারানী চন্দ, আছিয়া বেগম, প্রদীপ কুমার সরকার, কামাল হোসেন, আতোয়ার রহমান, মো: সামাদ, বাবু ঘোষ, নারায়ণ চন্দ্র সরকার, নাছরিন আহম্মেদ, মো. জুলমত আরী ও আব্দুল মালেক বিশ্বাস।
জেলা প্রশাসক ড. আনোয়ার হোসেন মোল্লা বলেন, এই সহায়তা শুধু অর্থনৈতিক নয়, এটি সংস্কৃতিসেবীদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ। তাদের অবদানেই আমাদের সংস্কৃতি বেঁচে আছে, বিকশিত হচ্ছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর