
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কোনো বাহ্যিক চাপের মুখে নয়, বরং যথাযথ বিবেচনার ভিত্তিতেই ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হয়েছে।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, প্রতীকের তফসিলভুক্ত থাকলেও বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইটে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। কমিশন মনে করেছে, এটি সরিয়ে রাখাই ভালো হবে। তবে প্রতীকের তফসিলে নৌকা প্রতীক থাকবে এবং অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না।
জামায়েতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফেরত দেওয়ার প্রজ্ঞাপন জারির পর তাদের নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে বলেও জানান সচিব।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, শাপলা প্রতীকটি এখনও তফসিলভুক্ত করা হয়নি।
উল্লেখ্য, গত ১২ মে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এরপর গতকাল বুধবার সকালে আওয়ামী লীগের নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর