
সিরাজগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার বৈধতা দিয়েছিলেন। এজন্য তাদের কৃতজ্ঞ থাকা উচিত ছিল। কিন্তু জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো অকৃতজ্ঞ হয়ে ধর্ম বেচে রাজনীতি শুরু করছে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, জামায়াতের ভাব দেখে মনে হয় তারা ক্ষমতায় চলে গেছে। কিন্তু জামায়াত ভুলে গেছে বিএনপি একটি হাতি। হাতি যখন লড়ে তখন পুরো দল নিয়ে লড়ে। জামায়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করে দেশকে উত্তপ্ত করেছিল। যে কারণে গোটা দেশ জেগে উঠেছিল এবং একদিনেই বিশাল বিশাল মিছিল করে জবাব দিয়েছে।
ড. ইউনুস ও তারেক রহমানের আলোচনার মধ্য দিয়ে একটি যুক্ত ইশতেহার হয়েছে উল্লেখ করে টুকু বলেন, সেই ইশতেহারে বলা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা আশা করব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ড. ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যে কমিটমেন্ট করেছেন, তা থেকে তিনি দূরে সরে যাবেন না। এই কমিটমেন্ট থেকে দূরে গেলে তার সম্মান থাকবে না। তাই আমি মনে করি, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, ড. ইউনুস কয়েক দিন আগে নির্বাচন কমিশনকে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য। তার পরেই ঢাকায় হত্যার ঘটনা ঘটল। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো। এর পরদিনই জামায়াত সমাবেশ করে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিল। মূলত দেশকে অস্থিতিশীল করার পায়তারাসহ নির্বাচন বানচালের জন্য এটি ষড়যন্ত্রের অংশ।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গত ১৬ বছর যারা ত্যাগ-তিতিক্ষা, জেল-জুলুম নির্যাতন সহ্য করেছে, তাদেরকেই নেতা নির্বাচিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে ত্যাগী কর্মী খুঁজে পাওয়া যাবে না। ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করা এবং যাদের বিরুদ্ধে হামলা-মামলা রয়েছে, তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাবেক এমপি এম. আকবর আলী ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা প্রমুখ।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর