
গোপালপুরে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছে পরিবারটি।
জুলাই বিপ্লবে গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত কলেজছাত্র হৃদয় এর পরিবারকে গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দোয়া, সংবর্ধনা ও আলোচনা সভায় আমন্ত্রণ না জানানোর অভিযোগ উঠেছে।
পরিবারের অভিযোগ, সরকার ঘোষিত দিবসে এমন আচরণে তারা মর্মাহত।
আলমনগর উত্তরপাড়ার দিনমজুর লাল মিয়ার ছেলে হৃদয় স্থানীয় হেমনগর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। সংসারের অভাবের কারণে গাজীপুরের কোনাবাড়ীতে বোনের সাথে থেকে অটো চালাতেন। সেই আয়ে বাবা-মায়ের ভরণপোষণ ও নিজের লেখাপড়ার খরচ চালাতেন।
মামলার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনাবাড়ীতে ছাত্র জনতার মিছিলে অংশ নেওয়ার পর পুলিশ তাকে আটক করে গুলি করে হত্যা করে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা হৃদয়কে ধরে মারধর করছে এবং একপর্যায়ে বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করছে। পরে তার লাশ টেনে হিঁচড়ে কোনাবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়।
মামলার বাদী ইব্রাহীম মিয়া জানান, তিনি গুলির সময় কাছের ভবনে আশ্রয় নিয়েছিলেন এবং দূর থেকে হৃদয়কে গুলি করতে দেখেছেন।
কোনাবাড়ী থানার তৎকালীন ওসি মোঃ শাহ আলম ৫৭ জন নেতাকর্মী ও কয়েকজন অজ্ঞাত পুলিশ সদস্যকে আসামি করে এজাহারে স্বাক্ষর নিয়েছিলেন। গাজীপুর পুলিশ সুপারের কাছে করা অভিযোগে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন দায়িত্বরত পুলিশ সদস্যরা হৃদয়কে হত্যা ও গুম করে।
তদন্ত কর্মকর্তা উৎপল কুমার সাহা ভিডিও পর্যালোচনা করে কনস্টেবল আকরাম হোসেনকে হৃদয় হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেন। বর্তমানে গাজীপুর ডিবি এই মামলার তদন্ত করছে।
হৃদয়ের মা রেহানা বেগম জানান, তারা এখনো ছেলের লাশের জন্য অপেক্ষা করছেন।
হৃদয়ের বোন জেসমিন জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের অনেক পরিবার সরকারি অনুদান পেলেও তাদের পরিবারের কেউ সেই সহায়তা পাননি।
গোপালপুর উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান এবং পৌর বিএনপির সম্পাদক চাঁন মিয়া উভয়েই এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে কেন তারা হৃদয়ের পরিবারকে জানায়নি তা তিনি জানেন না। তিনি আরো জানান, জুলাই ফাউন্ডেশনের শহীদ তালিকায় হৃদয়ের নাম যুক্ত করার চেষ্টা চলছে এবং পরিবারটিকে এর আগে নানাভাবে সহযোগিতা করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর