
জনপ্রিয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের বিরুদ্ধে আনীত অভিযোগের কোন ভিত্তি মেলেনি বলে তদন্তে উঠে এসেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মোহাম্মদ শহীদুল ইসলাম নামক একজন ব্যক্তি কর্তৃক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি আমলে নিয়ে সহকারি কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম তদন্তের দায়িত্ব পান।
তদন্ত প্রক্রিয়া শেষে কমিশনার কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, খায়রুল আলম রফিকের বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে কোন বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে অভিযোগটি অমূলক ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।
তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, "সংশ্লিষ্ট সকল কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, অভিযোগকারী মোহাম্মদ শহীদুল ইসলাম যেসব অভিযোগ এনেছেন তা তদন্তে প্রমাণিত হয়নি। এ বিষয়ে প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, "আমি শুরু থেকেই নির্দোষ ছিলাম এবং আজকের তদন্ত রিপোর্টে সেটি প্রমাণ হয়েছে। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার চেষ্টা করেছে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।
উল্লেখ্য, প্রতিদিনের কাগজ দীর্ঘদিন ধরে ময়মনসিংহ অঞ্চলসহ সারাদেশে জনপ্রিয় ও নির্ভরযোগ্য সংবাদপত্র হিসেবে পাঠকমহলে পরিচিত। তদন্ত প্রতিবেদনটি প্রকাশের মাধ্যমে প্রধান সম্পাদকের মর্যাদা ও পত্রিকার নিরপেক্ষতার বিষয়টি আরও একবার প্রমাণিত হলো।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর