
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI)-এর হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আয়োজনে বুধবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার তানজিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইশরাত জাহান লিমা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবর রহমান, প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির, ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মন, উপজেলা সমাজ সেবা অফিসার এসএম রফিকুল ইসলাম, বিআরআরআই পঞ্চগড়ের সায়েন্টিফিক অফিসার মোঃ মাসুদ রানা এবং ইএসডিও-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি পূরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত এবং তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে আলোকপাত করা হয়। বক্তারা জিংক ধান ও গম সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে নিজ নিজ ক্ষেত্র থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিঅ্যাক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়ামের মাধ্যমে বাংলাদেশসহ তিনটি দেশে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে আরডিআরএস বাংলাদেশ/ ইএসডিও এর মাধ্যমে হারভেস্টপ্লাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। হারভেস্টপ্লাস ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফোর্টিফাইড খাদ্যশস্যের বিকাশ ও প্রচারে এবং বায়োফরটিফিকেশন প্রমাণ ও প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানে কাজ করে।
হারভেস্টপ্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন সমৃদ্ধ মসুরের সম্প্রসারণ ও অভিযোজন নিয়ে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান ৭২ ও বিনা ধান ২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর