
**নরসিংদী প্রতিনিধি :** নরসিংদীতে ক্রমবর্ধমান চাঁদাবাজির ঘটনা রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন (শামীম)। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নরসিংদীকে চাঁদাবাজমুক্ত করা হবে।
বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জনসাধারণকে চাঁদাবাজির তথ্য দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "নরসিংদীতে প্রকাশ্যে বা গোপনে চাঁদাবাজির বিষয়ে তথ্য দিন। সম্ভব হলে চাঁদাবাজির প্রমাণস্বরূপ ছবি, ভিডিও ক্লিপ বা অডিও রেকর্ড দিন। চাঁদাবাজ যত প্রভাবশালীই হোক, পার পাবে না।"
পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, "এমন তথ্য থাকলে নির্ভয়ে দিন। ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, আইজিপি স্যার ও নরসিংদীর পুলিশ সুপার স্যারের পরিষ্কার নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজকে তার চাঁদাবাজ পরিচয়েই বিচার করা হবে। এক্ষেত্রে অন্য কোনো পরিচয় কাজে আসবে না।
আনোয়ার হোসেন জনগণের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দেন। তবে, তিনি জমি উদ্ধার বা দখল-পাল্টা দখলের মতো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে পুলিশকে ব্যবহার না করার অনুরোধ জানান।
অতিরিক্ত পুলিশ সুপারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। মো. মোয়াজ্জেম হোসেন কায়সার নামে একজন লিখেছেন, "পুলিশ ও সাধারণ মানুষ হয়ে উঠুক বন্ধু, যেখানে ভয় নয়, নিরাপত্তাই হোক ভরসা।" ফাহামিদা হক নামে একজন লিখেছেন, "ভালো পদক্ষেপ, আশা করি আপনি সফল হবেন।" জাফর ইকবাল মিঠু লিখেছেন, "দেশের জনগণ যদি সোচ্চার হয় এবং পুলিশ প্রশাসন যদি চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স হয়, তবে ইনশাআল্লাহ চাঁদাবাজরা নির্মূল হবেই হবে।"
রার/সা.এ
সর্বশেষ খবর