
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক মিথ্যাচার, অপপ্রচার ও মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ সেলিম সরদারের নেতৃত্বে পাংশা সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি মিছিল রাজবাড়ীর কর্মসূচিতে যোগ দেয়। পাংশা উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক ভিপি বকুলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর