
রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে অবস্থিত মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী কুরআন সবক গ্রহণ করেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও সবক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে কুরআনের সবক ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ক্বারী মো. আবু ইউসুফ। দোয়া মাহফিলে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসাটি আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ চালু করার পর থেকে সমাদৃত হয়েছে এবং জেলার মধ্যে অন্যতম একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে মাদ্রাসাটিতে বালক ও বালিকা শাখায় আদর্শ নূরানী/নাজেরা বিভাগ, আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ, হেফজ রিভিশন/শুনানি বিভাগ ও বাংলা বিভাগ চালু রয়েছে।
সর্বশেষ খবর