
জুলাই-আগস্ট মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদল স্মরণ সভার আয়োজন করে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলের সভাপতিত্বে এবং ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম, মিয়া মোহাম্মদ সজীব ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গণপিটুনি দিয়ে বিভিন্ন স্থানে হত্যা ও লুটপাটের ঘটনার প্রতিবাদ জানান। তাঁরা স্মরণ সভায় উপস্থিত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য কাজ করার আহ্বান জানান। একই সাথে যেকোনো পরিস্থিতিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর