
নাটোরের সিংড়া উপজেলায় চলনবিলে অভিযান চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল উদ্ধার ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এসব জাল দেশীয় মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে মৎস্য বিভাগ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করে।
অবৈধ জাল মজুদের অভিযোগে আরশেদ নামের এক মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও মাজহারুল ইসলাম জানান, চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। তিনি আরও জানান, চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
প্রশাসনের এই উদ্যোগে চলনবিল এলাকার পরিবেশবাদী ও সচেতন মৎস্যজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বিলের মাছের প্রজনন ও পরিবেশ সুরক্ষিত থাকবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর