
তত্ত্বাবধায়ক সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
বৃহস্পতিবার বিকালে নড়াইল জেলা যুবদলের উদ্যোগে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। জেলার সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা থেকে আসা যুবদলের নেতাকর্মীরা চৌরাস্তায় বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
পরে পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদ জানান এবং নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
কর্মসূচিতে যুবদলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর