
রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে সুমি নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার স্বামী শাহজাহানের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
নিহত সুমির পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। সুমির ভাই আসলাম জানান, তার বোনের স্বামী শাহজাহান কাজের সূত্রে ঢাকায় থাকেন। এই সুযোগে শাহজাহানের বোন আমেনা খাতুনের সঙ্গে সুমির প্রায়ই ঝগড়া হতো। তাদের ধারণা, আমেনা ও তার পরিবারের লোকজন সুমিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। তিনি আরও জানান, সুমির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তারা দেখেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহানের টিনের ঘরের শয়নকক্ষে বাঁশের আড়ার সঙ্গে উড়না দিয়ে ফাঁস নিয়েছিলেন সুমি। পরে শ্বশুর-শাশুড়ি ও অন্যান্য লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পাংশা মডেল থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, যার নং-২৬। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সর্বশেষ খবর