
Netflix তার বহুল প্রতীক্ষিত নতুন থ্রিলার ‘Ballad of a Small Player’-এর প্রথম ঝলক প্রকাশ করেছে। অস্কারজয়ী সিনেমা ‘All Quiet on the Western Front’-এর পরিচালক এডওয়ার্ড বার্গার এবার Netflix-এর সঙ্গে নতুনভাবে যুক্ত হলেন এই প্রকল্পের মাধ্যমে। ছবির প্রধান চরিত্রে থাকছেন বিখ্যাত অভিনেতা কলিন ফারেল, সঙ্গে রয়েছেন টিল্ডা সুইনটন।
অভিনয়শিল্পী ও নির্মাতারা
Netflix-এর সূত্র অনুযায়ী, সিনেমার মূল চরিত্র ডয়েল হিসেবে অভিনয় করছেন কলিন ফারেল। তাঁর পাশাপাশি থাকছেন টিল্ডা সুইনটন, যিনি ‘Asteroid City’ ও ‘The Killer’ এর মত ছবিতে অনবদ্য অভিনয় করেছেন।
এছাড়া, ‘Shang-Chi’ ও ‘Godzilla x Kong: The New Empire’ খ্যাত ফালা চেন এই ছবিতে তৃতীয় প্রধান চরিত্রে রয়েছেন। ‘Warrior’ ও ‘Fast & Furious 9’ খ্যাত জেসন টোবিন এবং মিস্টার হুয়াং-ও অভিনয় করেছেন এই প্রজেক্টে।
চিত্রনাট্য লিখেছেন রোয়ান জফি, যিনি ‘Tin Star’ ও ‘The Informer’-এর জন্য পরিচিত।
শুটিং ও প্রথম ঝলক
২০২৪ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত এই থ্রিলারটির শুটিং হয়েছে ম্যাকাও ও হংকং-এ। ১৭ জুলাই Netflix তাদের সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল ছবি প্রকাশ করে সিনেমাটির প্রথম ঝলক দেখায়।
সিনেমার গল্প
২০১৪ সালে প্রকাশিত লরেন্স ওসবার্ন-এর উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। গল্পের কেন্দ্রীয় চরিত্র ডয়েল, একজন ব্রিটিশ জুয়াড়ি, যিনি নিজের অশান্ত অতীত থেকে পালিয়ে ম্যাকাও শহরে আশ্রয় নেন। সেখানে তিনি নিজেকে গোপন রাখতে রাত কাটান ক্যাসিনোতে বাকারত খেলে। রহস্য, আবেগ এবং উত্তেজনায় ভরপুর এই গল্পটি এশিয়ার জুয়া জগতের পটভূমিতে নির্মিত।
প্রকাশের সময় ও প্রত্যাশা
Netflix ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে ‘Ballad of a Small Player’ ২০২৫ সালের ২৯ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে। পরিচালক বার্গারের স্টাইলিশ নির্মাণশৈলী, তারকা-খচিত কাস্ট এবং রহস্যঘন কাহিনির কারণে এটি Netflix-এর এই শরৎকালীন মরসুমের অন্যতম আকাঙ্ক্ষিত ছবি হিসেবে বিবেচিত হচ্ছে।
সর্বশেষ খবর