
জুলাই শহীদ দিবস উপলক্ষে বরগুনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ শুক্রবার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় থেকে ৫ কিলোমিটার জুলাই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টায় শুরু হওয়া ম্যারাথন শেষে পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। ম্যারাথনে প্রথম দশজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানা, এনডিসি আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার এম হারুন অর রশিদ রিংকু।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাই মাসে এ দেশের মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে শহীদ ও আহতদের স্মৃতিকে সামনে রেখে আগামী দিনে পথ চলতে হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর