
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আজ শুক্রবার জয়পুরহাটে ৫ কিলোমিটার দীর্ঘ একটি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই ম্যারাথনটি সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে শুরু হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ছাত্র ও সাধারণ মানুষের এই আন্দোলন স্বৈরাচারবিরোধী সংগ্রামে পথ দেখিয়েছিল। বর্তমান প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতেই আমাদের এই আয়োজন।"
ম্যারাথনটি যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে শুরু হয়ে বটতলী বাজারে গিয়ে শেষ হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর