
রাজবাড়ীর পাংশায় দুটি কেন্দ্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষা কার্যক্রমের (৩৬০ ঘণ্টা) আওতায় ৬ মাস ও ৩ মাস মেয়াদী তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় ও পাংশা সরকারি কলেজ ভেন্যুতে গতকাল এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫ সেশনের (জানুয়ারি-জুন) এই পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নোভা কম্পিউটারের অধীনে অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স মাল্টিমিডিয়া ও কেয়ার গিভিং বিষয়ে ৪৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে, পাংশা সরকারি কলেজ কেন্দ্রে মনোয়ারা কুতুব উদ্দিন একাডেমির অধীনে অফিস অ্যাপ্লিকেশন ও কার ড্রাইভিং বিষয়ে ১১২ জন শিক্ষার্থী অংশ নেয়।
পাংশা উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাংশা সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
নোভা কম্পিউটারের স্বত্বাধিকারী অমিত কুমার বিশ্বাস জানান, তাঁদের প্রতিষ্ঠান সবসময় যত্ন সহকারে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অফিস অ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং, গ্রাফিক্স মাল্টিমিডিয়া, ও কেয়ার গিভিংয়ের মতো বিষয়গুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
মনোয়ারা কুতুব উদ্দিন একাডেমির পরিচালক ও পাংশা সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রধান মামুন অর রশিদ বলেন, শিক্ষার্থীদের পর্যাপ্ত শেখানোর চেষ্টা করা হয়। সরকারি অনুদান না থাকা সত্ত্বেও নিজেদের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি চলছে। তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর