
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইছামতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে অর্ক দাশ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার কুস্তা পুরান গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অর্ক দাশ ঘিওর উপজেলা সদরের গোলাপনগর (চরপাড়া) গ্রামের অটোবাইক চালক রুপু দাশের ছেলে।
স্থানীয় ঘিওর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য লাভলু বেপারী জানান, অর্ক তার বোনের সাথে ইছামতী নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর