
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে ২০তম হাজী সম্মেলন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী ভূরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন ৪৬ জন হাজীসহ প্রায় চার শতাধিক হাজী অংশ নেন।
হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ুর রহমানের সভাপতিত্বে এবং আলহাজ্ব ফয়জার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহামুদ।
অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল জলিল, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব বাবুল আক্তার, আলহাজ্ব এাছাক আলী ব্যাপারী, সোনাহার ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর