
বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পূর্ণজাগরণ ২০২৫’ উপলক্ষে চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বরগুনা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের আঁকা চিত্রের মাধ্যমে শহীদদের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম চিত্রাঙ্কন পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানা, এনডিসি আবদুল্লাহ আল মামুন এবং জেলা কালচার অফিসার তানজিলা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাই মাসে এ দেশের মানুষ সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে যারা শহীদ ও আহত হয়েছেন, তাঁদের স্মরণ করে আমাদের ভবিষ্যৎ পথে চলতে হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর