
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে নোয়াখালীতে শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে নোয়াখালী পৌর এলাকার সোনাপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ এই কর্মসূচির উদ্বোধন করেন। উপকূলীয় বন বিভাগ নোয়াখালী এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছে।
কর্মসূচির অংশ হিসেবে, গত বছর ২০ জুলাই রাজধানীর মহাখালীতে আন্দোলন চলাকালে শহীদ হওয়া মোঃ মামুন হোসেনের স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করা হয়। এছাড়া, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে জেলার বেগমগঞ্জের ৯ জন, সোনাইমুড়ীর ৬ জন, নোয়াখালী সদরের ৬ জন, হাতিয়ার ২ জন, চাটখিলের ১ জন, সেনবাগের ১ জন এবং কোম্পানীগঞ্জের ১ জনসহ ২৬ জন শহীদের স্মরণে মোট ২৬টি বৃক্ষরোপণ করা হয়।
এ সময় শহীদদের পরিবারের সদস্য, উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এর আগে, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার সকালে নোয়াখালী জেলা প্রশাসন ও বিভিন্ন উপজেলা প্রশাসনের আয়োজনে একটি প্রতিকী ম্যারাথনের আয়োজন করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর