
সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ জুলাই) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন। পরে বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন সুরুজ আহম্মেদ, হান্নান মিয়া হান্নু, আ ক ম মোফাজ্জল হোসেন, হাসান আজমল ভুইয়া, মাহমুদ হাসান রাজু, গাজী সালাহউদ্দিন, আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম, রোহানুজ্জামান শুক্কুর, মাহমুদুল হাসান মিরন, নজরুল ইসলাম প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর