
রাজধানীর মোহাম্মদপুরে আল আমিন হত্যাকাণ্ডের দুই আসামিকে ভোলা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। গতকাল শুক্রবার রাতে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লালমোহন উপজেলার পাঙ্গাশিয়া এলাকার মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২৬) ও চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের শাহাবুদ্দিনের ছেলে মো. রিপন ওরফে গিট্টু রিপন (২৪)।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত জানান, তাঁর নেতৃত্বে র্যাবের একটি দল গতকাল রাতে চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোশারফ হোসেন পেশায় অটোরিকশাচালক। তবে এর আড়ালে তিনি মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন এবং মাদক কারবারসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর আগেও একাধিকবার তিনি গ্রেপ্তার হয়েছেন। রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রংমিস্ত্রি হলেও মোশারফের সহযোগী হিসেবে চুরি, ছিনতাই ও মাদক কারবারে জড়িত ছিলেন।
র্যাব জানায়, নিহত আল আমিন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এর জের ধরে ১৬ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় মোশারফ ও তাঁর সহযোগীরা আল আমিনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আল আমিনের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর