
বরগুনা শহরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে কারাদণ্ড এবং একজনকে জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। গতকাল শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন খাদ্য বিক্রি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল আলমের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারা অনুযায়ী দুইজনকে কারাদণ্ডাদেশ ও ৩৯ ধারা অনুযায়ী একজনকে জরিমানার আদেশ দেন আদালতের ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ।
কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন বাঁশবুনিয়ার মাহিন ফুডস্ এর স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস ও মোল্লা ফুডস প্রডাক্টস এর স্বত্বাধিকারী মনজুর আলম মোল্লা। মালাকার সুইটস এর স্বত্বাধিকারী সুব্রত মালাকারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া লাকুরতলার অনিল স্টোরের অনিল চন্দ্র ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অভিযানে শহরের প্রাণকেন্দ্রে মেসার্স খাইরুল স্টোরসহ কয়েকটি নামবিহীন দোকান থেকে শিশুদের জন্য তৈরি ভেজাল খাদ্য ও ক্ষতিকর বিস্কিট জব্দ করে ধ্বংস করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বরগুনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্ট এর সাব লেফটেন্যান্ট সাকিলের নেতৃত্বে একটি টিম, বরগুনা সদর থানা, ডিবি পুলিশের টিম ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম খলিল সহযোগিতা করেন।
সর্বশেষ খবর