
ঢাকার কেরানীগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার ভোররাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা তরঙ্গ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৫-০৬৬২) এই আগুন লাগে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু জানান, বাসটি দুই দিন ধরে ওই স্থানে পার্ক করা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পুলিশ জানায়, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, বাসে আগুন দেওয়ার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি মনিরুল হক ডাবলু বলেন, সম্প্রতি তরঙ্গ পরিবহনের মালিকানা পরিবর্তন হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতা নতুন করে এই পরিবহনের লাইন পরিচালনা শুরু করেছেন। এর জের ধরে পুরনো মালিকপক্ষের সঙ্গে বর্তমান মালিকপক্ষের বিরোধ থাকতে পারে। আবার, বিষয়টি নাশকতা কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর