
মৌলভীবাজারের জুড়ীতে জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিকুল ইসলামের স্মরণে শোকসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকালে মাদ্রাসার হলরুমে ম্যানেজিং কমিটি, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, সমাজসেবক আজিজুর রহমান আজিজি, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ডাঃ মোঃ হোসেন, বাছিরপুর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সাগরনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম, শাহপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, হাজী মনোহর আলী এম সাইফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ময়নাল হোসেন, মুফতি সাইফুল ইসলাম, দক্ষিণভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল বারেক, আশিকুর রহমান, আতিকুল ইসলাম, জাঙ্গীরাই যুব কল্যাণের সহ-সভাপতি আরিফুল ইসলাম, ব্যবসায়ী হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মেহেদী হাসান রিফাত।
শোকসভা শেষে মরহুম মাওলানা শফিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সর্বশেষ খবর