
হালুয়াঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধুরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম বাদশা, হালুয়াঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. আলী হোসেন এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. সুজন মিয়া।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর