
উল্লাপাড়া উপজেলার পৌর এলাকার আদর্শ গ্রামে আজ দুপুরে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের লিডার মো. আসাদুজ্জামান জানান, দুপুর একটার দিকে আদর্শ গ্রামের একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে তার আগেই দশটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত রত্না বেগম জানান, তারা ভূমিহীন এবং সরকারের দেওয়া ঘরে বসবাস করছিলেন। আগুনে সবকিছু হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছেন। পরিবার নিয়ে কোথায় যাবেন, সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের ঢেউটিন, চাল এবং আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর