
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের খানাখন্দ তাৎক্ষণিকভাবে ইট ফেলে মেরামত করে চলাচলের উপযোগী করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।
আজ রোববার সকালে গোড়াই সৈয়দপুর এলাকায় গিয়ে তিনি এই উদ্যোগ নেন। এর আগে শনিবার একটি জাতীয় দৈনিকে সড়কটির বেহাল দশা নিয়ে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
ইউএনও এবিএম আরিফুল ইসলাম জানান, সড়কটির দুরবস্থার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে সড়কটির ওই অংশ ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে মেরামতের ব্যবস্থা করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর