
খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তংপাড়া এলাকায় বিজিবি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে সংঘটিত এই ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, অভিযানে ২টি দেশীয় রাইফেল, ভারতে তৈরি ১২ বোরের একটি পিস্তল ও একটি শটগান এবং বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে রয়েছে ২ রাউন্ড ১২ বোরের কার্তুজ, ১ রাউন্ড ৭.৬২ x ৩৯ মিঃমিঃ বল, ৭ রাউন্ড এফসিসি ৫.৫৬ মিঃমিঃ, ৬ রাউন্ড এফসিসি ৭.৬২ x ৩৯ মিঃমিঃ এবং ৫০০ গ্রাম গান পাউডার।
এছাড়াও, ২টি ওয়াকিটকি সেট (চার্জারসহ), ২টি মোবাইল ফোন, ৮ জোড়া কম্ব্যাট ইউনিফর্ম, ১টি কম্ব্যাট ক্যাপ, ২ জোড়া জঙ্গল বুট, ১টি বান্ডুলিয়ার, ৪টি সিভিল পোশাক, ইউপিডিএফের ২টি পতাকা, ২৯টি চাঁদা আদায়ের রশিদ বই, ১টি এলআরপি টেন্টসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, মাটিরাঙ্গার পুং পাড়া ইউনিয়নের তং পাড়া এলাকায় বিজিবির একটি টহল দলের সঙ্গে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। বিজিবির অভিযানের মুখে টিকতে না পেরে ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
২৩ বিজিবি যামিনীপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, যামিনীপাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ২১ জুলাই আনুমানিক রাত ২টা ৫০ মিনিটের দিকে একটি টহল দল ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে বিজিবি পাল্টা গুলি চালায়।
তিনি আরও জানান, অভিযানের মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর