ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে মামুন মোল্যা (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মাঝারদিয়া গ্রামের সানি মিয়া (২২), একই গ্রামের আল আমিন (৩৮) ও কুমারপুটি গ্রামের ইবাদত হোসেন (৩৬)।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, মামুন মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার কারবার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
এদিকে, রবিবার রাতে উপজেলার কাগদি এলাকা থেকে ইয়ার আলী মোল্যা (৩৮) নামের আরও এক মাদক ব্যবসায়ীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর