
রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকারের পক্ষ থেকে। এছাড়া আহত হয়েছেন ৬০ জনের বেশি, যাদের অনেকেই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে, মাইলস্টোন কলেজের মূল ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ভীতি ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গুরুতর দগ্ধ রোগীদের ভর্তি করা হয়েছে। তাদের অনেকের শরীরের বিস্তীর্ণ অংশ পুড়ে গেছে, ফলে রক্তের চরম সংকট দেখা দিয়েছে।
আহতদের মধ্যে ৪ জনকে হেলিকপ্টারে করে সিএমএইচে নেওয়া হয়েছে। অন্যদের ভর্তি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, ও আশেপাশের আরও কয়েকটি হাসপাতালে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ অন্যান্য বাহিনীও উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
সেনাবাহিনী প্রধান বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, শিক্ষার্থীদের আহাজারি, অভিভাবকদের কান্না আর জ্বলন্ত ভবনের হৃদয়বিদারক চিত্র। উদ্ধার অভিযান এখনো চলছে।
সর্বশেষ খবর