
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর থেকে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙাগামী সড়কের দুটি সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুগুলোর আরসিসি গার্ডারে ফাটল দেখা দিয়েছে এবং পলেস্তার খসে পড়ছে।
এর ফলে ভারী যান চলাচল ও মালামাল পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছে, সেতু দুটিকে অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। জরুরি মালামাল পরিবহণের জন্য গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা যায়, প্রায় তিন যুগ আগে উপজেলা সদর থেকে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙাগামী সড়কের দেবীবাড়ি নামক স্থানে প্রায় ১৫ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণ করা হয়। পুরনো সেতুটির নিচের অংশে আরসিসি গার্ডারে ফাটল দেখা দিয়েছে এবং পলেস্তার খসে পড়ছে। এতে সেতুটি দেবে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে সেতুর এক পাড়ে মালামাল নামিয়ে শ্রমিক দিয়ে অন্য পাড়ে নিয়ে অন্য গাড়িতে তোলা হচ্ছে। মালামাল বোঝাই যানবাহন যাতে পারাপার না হতে পারে, তা তদারকির জন্য সেতুর দুই পাড়ে দুজন গ্রাম পুলিশ নিয়োজিত রয়েছেন। শুধু তা-ই নয়, এই সেতুটির অদূরে আরও একটি ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুর একই অবস্থা। সেতুটির মাঝখানে ফাটল দেখা দিয়েছে। ফাটল স্থানে কাঠ বসিয়ে কোনোমতে যান চলাচল চালু রাখা হয়েছে। রেলিং ভেঙে গেছে অনেক আগেই।
স্থানীয় বাসিন্দা জুবায়ের, ইছহাক আলী ও হায়াত আলী জানান, শিলখুড়ি ইউনিয়নে ৪টি বিজিবি ক্যাম্প, ৩টি উচ্চ বিদ্যালয়, ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাদরাসা রয়েছে। প্রায় ৩০ হাজার লোকের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। একই সড়কে পাশাপাশি দুটি সেতু দীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে থাকায় তাঁদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, প্রায় তিন যুগ আগে সেতু দুটি নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সেতু দুটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে। কিন্তু নতুন সেতু নির্মাণের উদ্যোগ না নেওয়ায় স্থানীয় জনসাধারণের ভোগান্তি বেড়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় এবং শিক্ষার্থীদের পারাপার ও মালামাল পরিবহণ করতে না পারায় চরম অসুবিধার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জানান, দীর্ঘদিন আগেই সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। জরুরি মালামাল পরিবহণের জন্য গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নতুন সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর