নেতাকর্মী নিয়ে হাসপাতালে দগ্ধদের দেখতে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার বিকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি এ আহ্বান জানান।
সারজিস লেখেন, ‘বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে দগ্ধ আহতদের দেখতে যাওয়া আজকের জন্য দয়া করে বন্ধ করুন। আপনি হয়তো জানেন না আপনার অজান্তে এই পরিদর্শন কারো মৃত্যুর কারণও হতে পারে। প্লিজ।’
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৫০ জনের বেশি দগ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।
এ ঘটনার পর থেকে বিভিন্ন হাসপাতালে রাজনৈতিক ব্যক্তিবর্গ হতাহতদের দেখতে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
বাঁধন/সিইচা/সাএ