
শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর প্রেক্ষিতে গতকাল থেকে এখনো মৃতের সংখ্যা জানা যায়নি। আজ তারা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে যে অতি দ্রুত এ তথ্য জানানো হবে, যা একটি আশার দিক। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে নীরব ছিল।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো যাবে না। তাদের দাবিগুলো যৌক্তিক, সরকারকে তদন্ত সাপেক্ষে তা মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। কোমলমতি শিশু ও যারা স্কুলে ক্লাস করতে গিয়ে এই ধরনের একটি ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, যারা আহত অবস্থায় হাসপাতালে আছে, তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশের প্রতিটি মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে এনসিপির নেতাকর্মীরা।
তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান, এ সময় আহতদের স্বাস্থ্যসেবা জরুরি। অযথা হাসপাতালে ভিড় না করতে অনুরোধ করেন। শিক্ষার্থীদের দাবির সাথে আমাদের সংহতি রয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার ও দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানান, আমাদের শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদেরও সেদিকে যেতে হবে। এ সময় উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণরত একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এনসিপির পক্ষ থেকে শোকপ্রকাশ ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের জন্য দোয়া কামনা করে মঙ্গলবার বিকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে মাইজদী জেলা মডেল মসজিদ কমপ্লেক্সে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, সদস্য তুহিন ইমরান, সংগঠক ইয়াসিন আরাফাত, কাজী তানভীরসহ কেন্দ্রীয় ও জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ।
এদিকে উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে জুলাই পদযাত্রার কর্মসূচি স্থগিত ঘোষণা করে এনসিপি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর