
ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টায় সদর উপজেলার হোতাপাড়া এলাকায় প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম, সহ-সভাপতি মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, কোষাধ্যক্ষ আইয়ুব খান, ধর্ম বিষয়ক সম্পাদক এস. এম. দূর্জয়, ক্রীড়া বিষয়ক সম্পাদক রতন, নির্বাহী সদস্য মুসলে উদ্দিন বাবুল, রোকনুজ্জামান খান, আবু জাফর, নজরুল ইসলাম, রাসেল শেখ, আমিনুল ইসলাম, হুমায়ূন,সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর