
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন ও চত্বর এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা চিকিৎসক ও কর্মচারীদের নিয়ে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। দেড় ঘণ্টা ধরে চলা অভিযানে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করা হয়।
এমন কার্যক্রমে রোগী ও তাদের স্বজনেরা মুগ্ধ হয়েছেন। তবে তারা হাসপাতালের চিকিৎসক-সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুই হাতে গেøভোস পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহাসহ অন্যান্য চিকিৎসক ও কর্মচারীরা ঝাড়– হাতে হাসপাতালের জরুরি বিভাগ থেকে পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। বিøচিং পাউডার ও পানি দিয়ে মেঝে ও দেয়াল ধুয়ে দেন। পরে হাসপাতালের মাঠে ও রাস্তায় পড়ে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা করে। পুরো হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মযজ্ঞ চলে। পরে হাসপাতালের বিভিন্ন স্থানে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্য মো. সাদ্দাম বলেন, আজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় নিজ হাতে হাসপাতালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন। এটা সত্যিই প্রশংসনীয় কাজ। তবে হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক-সংকট চলছে। তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দ্রুত হাসপাতালের চিকিৎসক-সংকট নিরসনের দাবি জানাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়েছে। এ কাজটি করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। যেখানে-সেখানে ময়লা-আর্বজনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সবাইকে অনুরোধ করেছেন তিনি। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া হাসপাতালের জনবল-সংকটসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর