
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম জানিয়েছেন, আগামী ২৫শে জুলাই সুনামগঞ্জে এনসিপির পথযাত্রায় জেলার প্রতিটি উপজেলা থেকে প্রায় ১৫ হাজার মানুষের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২৩শে জুলাই) সুনামগঞ্জ পৌর শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা প্রসঙ্গে তিনি আরও জানান, জেলার গুরুত্বপূর্ণ ও পরিচিত স্থান ট্রাফিক পয়েন্টে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই স্থানে পদযাত্রা হওয়ায় আশেপাশের সড়কে মানুষের চলাচল নির্বিঘ্ন থাকবে। তিনি আশ্বস্ত করেন, পদযাত্রাটি দুই ঘণ্টার মধ্যে শেষ হবে এবং শুক্রবার ছুটির দিন হওয়ায় জনগণের কোনো ভোগান্তি হবে না। আবু সালেহ মোহাম্মদ নাসিম প্রত্যাশা করেন, তাঁদের পদযাত্রা কোনো প্রতিবন্ধকতার শিকার হবে না। তিনি উল্লেখ করেন, তাঁদের নিজস্ব ভলান্টিয়াররা কাজ করবে এবং ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসকের সাথেও কথা হয়েছে।
তিনি আরও জানান, সুশৃঙ্খল ও সুন্দরভাবে তাঁদের পদযাত্রা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চান। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা সাংবাদিক সমাজের দর্পণ, আপনারাও আমাদের পাশে থাকবেন।"
এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী, যুগ্ম সমন্বয়ক শহিদুল ইসলাম, সদস্য ফয়সাল আহমেদ, আব্দুর রহমান দুলাল, জুলহাস খান, মাসুম আল হাসান, হাফেজ আরিফুল ইসলাম, বিকাশ রঞ্জন তালুকদার, শিবনাথ বিশ্বাস, আলাউদ্দিন এবং ডা. আব্দুল আহমেদ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর