
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আমচি (৫৫) নামে এক নারী এবং সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা এবং তিনি একজন প্রতিবন্ধী। অন্যদিকে, নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে এবং তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।
মৃতদেহ দুটি যশোর রেল পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে নির্মাণ শ্রমিক রুহুল আমিন মোটরসাইকেলযোগে কালীগঞ্জের দিকে আসছিলেন। পথে ঈশ্বরবা-কাশিপুরের মাঝামাঝি মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত নসিমন গাড়িতে ধাক্কা মারলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে, মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, সকালে মোবারকগঞ্জ স্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে এক নারী নিহত হন। স্থানীয়রা জানিয়েছেন, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর