
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। বুধবার (২৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও শহরের টিএফসি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের প্রধান দীনেশ চন্দ্র বর্মন। এ সময় তিনি বলেন, "আমার মেয়ের সঙ্গে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুন্ডুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি আমি অবগত হলে উভয় পরিবারের সম্মতিক্রমে তাদের হিন্দু ম্যারেজ রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করা হয়। কিন্তু একটি কুচক্রী মহল আমার জামাতার সম্মান ক্ষুণ্ণ করার জন্য তাদের বিবাহের ছবি ফেসবুক থেকে আপলোড করে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় ও ফেসবুকে অপপ্রচার চালায়। অপপ্রচারকারীরা ফেসবুকে লেখে, আমার মেয়ে ও আমার ওপর চাপ সৃষ্টি করে এ বিয়ে সম্পন্ন করা হয়। আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জ্ঞানে বলছি, আমার ওপর বা আমার মেয়ের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। আমার জামাতা একজন সম্মানীয় ব্যক্তি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। শুধুমাত্র তাঁর সম্মানহানির লক্ষ্যেই এ মিথ্যা অপপ্রচার চালানো হয়। আমি ও আমার পরিবার এ মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"
সংবাদ সম্মেলনে দীনেশ চন্দ্র বর্মনের স্ত্রী, তাঁর মেয়ে ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুন্ডুর নববিবাহিতা স্ত্রী, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য রেখারানী সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর