
বুধবার থানায় এ সংক্রান্ত প্রেস ব্রিফিং এ হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেল এএসপি সাগর সরকার জানায়, গত ৩০ জুন রাত আনুমানিক ৩ ঘটিকার সময় উপজেলার রঘুনাথপুরস্থ তুহিন সর্দারের কার ওয়াশ
সেন্টারে পার্কিং থাকা অবস্থায় বাদীর মালিকানাধীন ১ টি মাহিন্দ্র পিকআপ গাড়ি ঢাকা মেট্রো-ন-২৩-১৪১৩ চুরি হয়ে যায়। গাড়ির মালিক হালুয়াঘাট থানাকে অবহিত করলে পুলিশ অনেক চেষ্টার পর দেশের বিভিন্ন যায়গা থেকে মোট ৯ জনকে আটক করতে সক্ষম হয়।
আটকৃতরা হলো, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আহির উদ্দিন ও তার পুত্র চোর চক্রের মূল হোতা আলম ফকির, একই উপজেলার মোস্তফা ওরফে মস্তু, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার রুহুল আমিন, জামালপুর জেলার মেলান্দহ থানার রফিকুল ইসলাম, কুমিল্লা জেলার হুমনা থানার রফিক, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার শুয়ের আলী হাওলাদার, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার কাওসার হোসেন, একই এলাকার রনি। এ সময় চুরি হওয়া গাড়ীর ইঞ্জিনসহ যাবতীয় যন্ত্রাংশ উদ্ধার করা হয় ।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন,ওসি তদন্ত রাজন চন্দ্র পাল, এস আই মানিক মিয়া,শুভ্র সাহা,সুজিত কুমার।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর