
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধভাবে পাতা পাঁচটি চায়না দুয়ারী জাল উচ্ছেদ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে উপজেলার ইউএনও পার্ক এলাকা থেকে বিহারকোল পর্যন্ত নদীর বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় কিছু ব্যক্তি চায়না দুয়ারী জাল পেতে মাছ ধরছিলেন, যা মৎস্য সংরক্ষণ আইনের পরিপন্থী। পরে এসব অবৈধ জাল নদী থেকে সরিয়ে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস. বি. সাত্তার।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, "চায়না দুয়ারী জালের মাধ্যমে মাছ ধরলে ছোট মাছ, পোনা এবং রেণু ধ্বংস হয়ে যায়। ফলে নদীর স্বাভাবিক প্রজনন ব্যাহত হয়। এসব জাল অবৈধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর।" স্থানীয় সচেতন নাগরিকরা জানান, এমন নিয়মিত অভিযান চালানো হলে বড়াল নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রাকৃতিক প্রজনন সংরক্ষণ সহজ হবে।
সর্বশেষ খবর