
গাজীপুরের কালীগঞ্জে পুলিশ পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত জুবায়ের ইসলাম (১৫) নামের এক কিশোর অটোরিকশা চালককে নির্জন স্থানে নিয়ে মারধর করে তার বাহনটি ছিনতাই করেছে।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার বালীগাঁও এলাকায় এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা মোসাঃ আয়েশা বেগম বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কিশোর জুবায়ের ইসলাম প্রতিদিনের মতো বুধবার সকালেও তার লাল রঙের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে উপার্জনের জন্য বের হয়। সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানাধীন উলুখোলা বাজার থেকে মাস্ক পরিহিত তিনজন অজ্ঞাতনামা যাত্রী তার অটোরিকশায় ওঠে এবং কালীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে।
কালীগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর ওই তিন যাত্রী নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়। তাদের কাছে ওয়াকিটকি ও পিস্তল রয়েছে বলেও কিশোর চালককে জানায়, যা দেখে জুবায়ের ভয় পেয়ে যায়। এরপর তারা কালীগঞ্জের বালীগাঁও এলাকায় যাওয়ার কথা বলে জুবায়েরকে গাড়ি চালাতে বাধ্য করে।
পরিকল্পনা অনুযায়ী, ছিনতাইকারীরা জুবায়েরকে বালীগাঁওয়ের মোড়ল বাড়ির কাছে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে জিআর ভাঙ্গারীর দোকানের সামনে পৌঁছানো মাত্রই তারা কিশোর চালক জুবায়েরকে অটোরিকশা থেকে নামিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে জুবায়েরকে রাস্তায় ফেলে দিয়ে তার প্রায় ২ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি নিয়ে টঙ্গীর দিকে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী কিশোরের মা মোসাঃ আয়েশা বেগম জানান, “আমার ছেলেটা ভয়ে হতবিহ্বল হয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। পরে পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। আমি আমার ছেলের ওপর এই নির্যাতনের বিচার এবং আমাদের একমাত্র সম্বল অটোরিকশাটি ফিরে পেতে প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।”
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানিয়েছেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই একটি গুরুতর অপরাধ। ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
প্রকাশ্যে দিনের বেলায় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় অটোরিকশা চালকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর