
নীলফামারীর কিশোরগঞ্জে কৃষকের কাছে সারের দাম বেশি নেয়ায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের পেশকার মিজানুর জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি বাজারে সার ব্যবসায়ী আফতাব আলমের দোকানে সারের দাম বেশি নেয়ার সত্যতা পায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আফতাব আলম কেল্লাবাড়ি গ্ৰামের আব্দুস সামাদের পুত্র।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, দাম বেশি নেয়ায় ভোক্তা অধিকার আইনে এক ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর