
গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশা চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্ব দাউদপুর গ্রামের আব্দুল জব্বার ও জমিরা বেগম দম্পতির ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে সৌরভ তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারের দক্ষিণ পাশে আশরাফের বালুর গদির সামনের পাকা রাস্তায় একটি অটোরিকশা চালানো শিখছিল। এ সময় হঠাৎ গাড়ির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। অসাবধানতাবশত অটোরিকশাসহ সে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয়।
দুর্ঘটনার পর পরই আশেপাশের লোকজন এবং পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা গুরুতর আহত অবস্থায় সৌরভকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা মিলে সৌরভকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। কিন্তু পথিমধ্যেই তার অবস্থার আরও অবনতি ঘটে এবং দুপুরে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ পুনরায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনা হয়।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয় এবং নিহত কিশোরের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।"
তিনি আরও বলেন, "অপ্রাপ্তবয়স্ক কিশোরের গাড়ি চালানোর বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এই ঘটনায় প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।" সৌরভের অকাল মৃত্যুতে তার পরিবার ও নিজ গ্রামে শোকের মাতম চলছে। অপ্রাপ্তবয়স্কদের হাতে যানবাহন তুলে দেওয়ার ঝুঁকির বিষয়টি এই ঘটনায় আবারও সামনে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর