
মৌলভীবাজারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যার কয়েক কোটি সমর্থক রয়েছে এবং দলের লক্ষ্য সারা দেশে এক কোটি নতুন সদস্য তৈরি করা। রিজভী আরও জানান, স্বৈরাচারী শাসক শেখ হাসিনা বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার ইঙ্গিতে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে গেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী সভায় মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরী করে রেখেছে মব কালচার। কেউ অপরাধ করলে আইনের হাতে তুলে দেয়ার কথা বলেছেন। তিনি আরও উল্লেখ করেন, বিগত দিনে স্বৈরাচারী শাসকের নির্দেশে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিন জেল-জুলুম, নির্যাতন ও অত্যাচারের শিকার হতে হয়েছে। নিজের কথায় তিনি জানান, নিজেও এমন একটি মামলায় জেলে ছিলেন।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি রশিদুজ্জান মিল্লাত। এছাড়াও বক্তব্য দেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা সদস্য সংগ্রহ ও নবায়ন টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, মো: ফখরুল ইসলাম.আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকশী মিছবাহ উর রহমান, এডভোকেট আবেদ রাজা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সেলুন সহ জেলার ৭ উপজেলা এবং ৫ টি পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর